প্রযুক্তি অনলাইন

গ্রন্থনা : মিজানুর রহমান

 

টমটম ওয়ান এক্সএল

টমটম কোম্পানি সম্প্রতি তাদের জিপিএস নেভিগেটর টমটম ওয়ান এক্সএল’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেসাম্প্রতিক সময়ে এই ডিভাইসটি নিয়ে বেশকিছু খবর বেরিয়েছিলতবে ডিভাইসটিতে ৪.৩ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে ছাড়া আর তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনিস্ক্রিনটি ৪৮০ী২৭২ পিক্সেলের এবং ৬৫শ কালার সমর্থিত২৬৬ মেগাহার্জ প্রসেসর, ৩২ মেগাবাইট র‌্যামে এটি কাজ করে এটি ব্লুটুথ ২.০ ইন্টারফেস সমর্থন করে এর ব্যাটারিটি ২ ঘণ্টা কাজ করার শক্তি যোগায়ডিভাইসটির আকৃতি ১২০ী৮৬.৪ী৩০.৪ মিলিমিটারমাল্টিলিঙ্গুয়াল ইন্টারফেস এবং স্পোকেন ওয়ার্ড নির্দেশনাও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রাশিয়ান ভাষাও রয়েছে আগামী জুনে এই জিপিএস নেভিগেটর ৪০০ মার্কিন ডলারে বাজারে পাওয়া যাবে

 

সিএফ বারকোড স্ক্যানার

সকেট মোবাইল সম্প্রতি সকেট কম্প্যাক্ট ফ্ল্যাশ স্ক্যান কার্ড ৫এক্স নামের একটি বারকোড স্ক্যানার তৈরি করেছেএটি জনপ্রিয় বারকোড টাইপগুলো পড়তে পারেযেমনÑ লাইন ও ২ডি/ম্যাট্রিক্স, অন্তর্ভুক্ত ম্যাক্সিকোড, ডেটা ম্যাট্রিক্স, কিউআর কোড ও পিডিএফ ৪১৭, মেইল সিম্বল এবং এ ধরনের আরও বেশকিছু কোডদু এক মাসের মধ্যেই এটি বাজারে পাওয়া যাবেআর ঐ সময়টাতে প্রতিটি ডিভাইসের দাম পড়বে ৬৭৯ মার্কিন ডলার

 

ডিডা পিআই ফোন

অনেকটাই অখ্যাত এক মোবাইল ফোন নির্মাতা ডিডা সম্প্রতি তৈরি করেছে পিআই ফোনআরও আশ্চর্যের বিষয় হলো, কোম্পানিটির সম্প্রতি অ্যাপলের সাড়া জাগানো আইফোনের ক্লোন করে এটি তৈরি করেছেঅথচ আইফোন এখনও বাজারে আসেনি তবে অচিরেই বাজারে আসবে বলে জানিয়েছে অ্যাপলডিডা কোম্পানির পক্ষ থেকে আরো বলা হয়েছে তারা এই ফোনটি নিয়ে ২০০৫ সাল থেকেই কাজ করছেআইফোনের হুবহু ইন্টারফেসের কারণে তা অ্যাপলের সাথে আইনি জটিলতায় জড়িয়ে পড়ে কিনা সেটা এখনও বলা যাচ্ছে না ফোনটিতে আছে ৩.৬ ইঞ্চি ও ৮০০ী৪৮০ পিক্সেল রেজুলেশনের টাচস্ক্রিন ডিসপ্লেসাথে আছে একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা, ওয়াই-ফাই এবং ব্লুটুথ সুবিধাআগ্রহী যে কেউ চাইলে যঃঃঢ় : //িি.িফববফধ.পড়স/ ফবারপবং/পড়হংঁসবৎফবারপবং-ঢ়র-া-বহঃধরহসবহঃ.ঢ়যঢ় সাইট থেকে এর ভিডিও দেখতে পারেন

 

৮ গিগাবাইটের হাই স্পিড কার্ড

ট্রান্সসেন্ড ইনফরমেশন সম্প্রতি এই ৮ গিগাবাইট এসডিএইচসি স্টোরেজ কার্ড ছেড়েছেধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি এর গতিও উন্নীত করা হয়েছে ক্লাস সিক্সেকার্ডগুলো এসডি ২.০ স্ট্যান্ডার্ড এবং ফ্যাট ৩২ ফাইল সিস্টেম সমর্থিতএছাড়া এটি এরর কারেকটিং কোড ফাংশনও সমর্থন করে, যা গণিত সংক্রান্ত ত্রটি খুঁজে বের করে তা সংশোধন করে থাকে৮ গিগাবাইট এসডিএইচসি কার্ডগুলো মূলত এসডিএইচসি সমর্থিত অ্যাপ্লিফিকেশনগুলোতে কাজ করেসর্বাধুনিক ক্যামেরা ফোনেও এটি ব্যবহার করা যায়

 

উইন্ডোজ এক্সপিসহ ডাবাও ৭৭৭

ডাবাও ৭৭৭ নামের এই ফোনটি দৃষ্টি কেড়েছে মূলত এর উইন্ডোজ এক্সপি ইন্টারফেসের জন্যযদিও খুব বেশি তথ্য এখন পর্যন্ত প্রকাশ করা হয়নিতারপরও যতোটুকু জানা গেছে তাতে এটি যে কেবল যোগাযোগ রক্ষাকারী যন্ত্রই নয় বরং উইন্ডোজ এক্সপির চেহারা থাকায় এটি যে অসাধারণ একটি হ্যান্ডসেট সেটি প্রকাশ পেয়েছেএতে আছে একটি স্পর্শকাতর ডিসপ্লে তবে কোনো কিবোর্ড নেইএছাড়াও আছে ১.৩ মেগাপিক্সেলের ক্যামেরা, এমপিইজ-৪ এবং এমপি-থ্রি সমর্থিত বিল্টইন মিডিয়া প্লেয়ারএটি ১৭ মিলিমিটার পুরু আর ওজন মাত্র ১১২ গ্রাম

 
কুইজ
সায়েন্স ফিকশন
বিজ্ঞান প্রজন্ম
 বিজ্ঞান জিজ্ঞাসা
স্বাস্থ্য ও চিকিত্সা
উদ্ভাবন
পরিবেশ
 সায়েন্স টুন
 কম্পিউটারজগত
 দেশের খবর
 প্রযুক্তি অনলাইন
 মনোবিজ্ঞান
 বিজ্ঞান বিশ্বের খবর
 অন্যান্য রচনা
 পার্শ্ব রচনা
 বিশেষ রচনা
হোমপেজ
 প্রচ্ছদ রচনা