দেশের খবর

গ্রন্থনা : মিজানুর রহমান

ক্যারিয়ার পোর্টাল িি.িধরসরহষরভব.পড়স

অফুরন্ত সম্ভাবনার দেশ বাংলাদেশঅনাচার, দুর্নীতি-দুঃশাসনের দুঃসহ স্মৃতিকে পেছনে ফেলে দারিদ্র্য, নিরক্ষতা, বেকারত্বমুক্ত, শিক্ষিত, সমৃদ্ধ, সুশাসিত জাতি গঠনের দুর্দম আকাক্সক্ষায় দেশের তরুণ যুবসমাজের জেগে ওঠার, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার সময় বয়ে যায়একবিংশ শতাব্দীর প্রয়োজনকে বিবেচনায় নিয়ে, বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভূত উন্নতিকে কাজে লাগিয়ে, দেশের শিক্ষিত বেকার যুবক এবং উন্নত ক্যারিয়ার গঠনে আগ্রহীদের উদ্বুদ্ধ ও কার্যকর অবিরাম সহায়তার লক্ষে যাত্রা শুরু করেছে ক্যারিয়ার পোর্টাল ধরসরহষরভব.পড়সতরুণ যুবকদের সামনে ক্যারিয়ার গঠন ও চাকরিপ্রার্থীদের সামনে চাকরি নির্বাচনের যাবতীয় উপায় উন্মোচন, চাকরিদাতাদের সাথে চাকরিপ্রার্থীদের যোগাযোগ স্থাপন, বিভিন্ন দফতরের জন্য উপযুক্ত কর্মী নিয়োগের জটিল প্রক্রিয়া সম্পন্ন এবং তাদের লাগসই প্রশিক্ষণদানে সার্বিক সুদক্ষ সহযোগিতা করা ধরসরহষরভব-এর উদ্দেশ্যএছাড়াও ধরসরহষরভব ই-লার্নিংয়ের মাধ্যমে দেশে বসে স্বল্প খরচে বিদেশি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের (িি.িঁ২ষমষড়নধষ.পড়স) ডিগ্রি অর্জনে সহযোগিতা করছে

ধরসরহষরভব-এর কর্মকাণ্ড এবং এর উদ্দেশ্য সম্পর্কে সকলকে অবহিত করার এবং এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের ব্যবসায় ও তথ্যপ্রযুক্তি বিভাগে কর্মরত সাংবাদিকদের মূল্যবান পরামর্শ নিয়েছে২ জুন গুলশানের একটি রেস্তোরাঁয় এক নৈশ ভোজসভার আয়োজন করেভোজসভায় শুরুতে এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং কর্মপদ্ধতি ব্যাখ্যা করেন ধরসরহষরভব.পড়স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম শোয়েব চৌধুরীএ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার জামিল সিদ্দিকী১ বছরের প্রস্তুতিপর্ব শেষে গত ১ ফেব্রুয়ারি বনানীর দফতর থেকে এর কর্মকাণ্ড শুরু হয়মাত্র ৩ মাসের তৎপরতায় ধরসরহষরভব.পড়স দেশের শীর্ষ ৫০টি ওয়েব সাইটে স্থান করে নেয় (ধষবীধ-তে)আর দেশের ৩০টিরও অধিক জব সাইটের মধ্যে ধরসরহষরভব.পড়স দ্বিতীয় অবস্থানে আছেপ্রতিদিন এর ভিজিটর বাড়ছে, সিভি ব্যাংকও সমৃদ্ধ হচ্ছেÑ জানালেন তিনিক্যারিয়ার পোর্টাল হিসেবে ধরসরহষরভব.পড়স ইতোমধ্যে ঢাকাস্থ বিদেশি সংস্কৃতি কেন্দ্র, জাতিসংঘ তথ্য কেন্দ্র, ব্রিটিশ কাউন্সিলে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করেছে শিক্ষা ও জ্ঞানবিস্তার এবং ক্যারিয়ার গঠনে ঐসব প্রতিষ্ঠান পরিচালিত বিভিন্ন কোর্স সম্পর্কে ভিজিটরদের অবহিত করার জন্যদেশের শীর্ষস্থানীয় ৮০টি করপোরেট হাউস, ব্যাংক বীমা, বেসরকারি প্রতিষ্ঠানের সাথে ধরসরহষরভব.পড়স সদস্যপদ নেয়ার এবং সেবা গ্রহণ করার প্রস্তাব করে ইতোমধ্যে যোগাযোগ করেছেদেশ-বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বৃত্তি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য খুব শীঘ্রই এই ওয়েবসাইটে পাওয়া যাবে

 

 

বিসিএস কম্পিউটার শো- ২০০৭

আগামী অক্টোবর মাসের শেষ দিকে শুরু হতে যাচ্ছে বিসিএস কম্পিউটার শো-২০০৭৫ দিনব্যাপী এ মেলা ২৯ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৩ নভেম্বরএ নিয়ে প্রস্তুতি শুরু করেছে এ মেলার আয়োজক বাংলাদেশ কম্পিউটার সমিতিভেন্যুর ব্যাপারটি এখনো নিশ্চিত না হলেও স্পন্সরের ব্যাপারে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা হচ্ছে বলে জানা গেছেএবারের মেলায় হার্ডওয়্যার ট্রেনিং, সফটওয়্যার ট্রেনিংয়ের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইটি শিক্ষাব্যবস্থা নিয়ে বিশেষ কিছু করার চিন্তাভাবনা রয়েছে বলে জানান কর্তৃপক্ষপ্রতিবারের মতো এবারও নিত্যনতুন সর্বশেষ পণ্যটি গ্রাহকদের হাতের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা থাকবে বলে জানানো হয়এর পাশাপাশি অন্যান্য বারের মতো এবারও স্কুল ছাত্র-ছাত্রীদের ফ্রি প্রবেশের ব্যবস্থা রাখা হচ্ছেমেলায় প্রতিদিন সময়োপযোগী  সেমিনার, বিষয়ভিত্তিক, সার্ভিস ভিত্তিক এবং আইটিখাত নিয়ে আলোচনার পাশাপাশি অন্যান্য আয়োজনও থাকবেগতবারের ন্যায় এবারও ওয়্যারলেস নেটওয়ার্কের ব্যবস্থা করার চিন্তা রয়েছে বলে জানানো হয়আরো জানতে যোগাযোগ করুনÑ বাংলাদেশ কম্পিউটার সমিতি, সোনারতরী টাওয়ার (১৩ তলা), সোনারগাঁও রোড, ঢাকা-১১০০ফোনÑ ৯৬৭০৯৫৫

 

 

বেইজে নোভেল’-এর সার্ভিস

বেইজ লিমিটেড-এর নোভেলএকমাত্র পার্টনারনোভেলের সফটওয়্যার ও সার্ভিস এখন থেকে বেইজ লিমিটেডে  পাওয়া যাবেনোভেল সারা বিশ্বে এন্টারপ্রাইজ-ক্লাস সফটওয়্যার ও সার্ভিস প্রদানকারী প্রথম শ্রেণীর একটি কোম্পানিনোভেল যেকোনো প্রতিষ্ঠানের আইটি সিস্টেম সহজ, নিরাপদ ও অল্প খরচে পরিচালিত করতে সাহায্য করেবর্তমানে নোভেলসফটওয়্যার ব্যবহারকারীদের মধ্যে বাংলাদেশ ব্যাংক, জনতা ব্যাংক ও র‌্যাংগস ইন্ডাস্ট্রিজ অন্যতমবেইজ লিমিটেডে নোভেল প্রোডাক্টের মধ্যে সুজি লিনাক্স এন্টারপ্রাইজ, নোভেল আইডেন্টিটি ম্যানেজার, গ্রুপ ওয়াইজ ওপেন এন্টারপ্রাইজ সার্ভার, সুজি লিনাক্স, জেন ওয়ার্কস ও নোভেল নেটওয়্যার পাওয়া যাচ্ছেনোভেল সফটওয়্যার ডাটা সেন্টার হতে শুরু করে আইডেন্টিটি ম্যানেজমেন্ট সলিউশন, রিসোর্স ম্যানেজমেন্ট ও ওয়ার্ক গ্রুপ এবং ডেস্কটপ সলিউশনে সহায়তা করবে

 
কুইজ
সায়েন্স ফিকশন
বিজ্ঞান প্রজন্ম
 বিজ্ঞান জিজ্ঞাসা
স্বাস্থ্য ও চিকিত্সা
উদ্ভাবন
পরিবেশ
 সায়েন্স টুন
 কম্পিউটারজগত
 দেশের খবর
 প্রযুক্তি অনলাইন
 মনোবিজ্ঞান
 বিজ্ঞান বিশ্বের খবর
 অন্যান্য রচনা
 পার্শ্ব রচনা
 বিশেষ রচনা
হোমপেজ
 প্রচ্ছদ রচনা